গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য আটক

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৭

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

গাজীপুরের মির্জাপুর এলাকা থেকে নুরউদ্দিন শেখ নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে তাকে আটক করা হয়।

আটক নুরউদ্দিন শেখ সিরাজগঞ্জের সদর উপজেলার গোটিয়া গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল মির্জাপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কতিপয় সক্রিয় সদস্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা অভিযান পরিচালনা করে। সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য নুরউদ্দিন ২টি উগ্রবাদি বই, ফেইসবুক উগ্রবাদী পোস্ট-২৩ টি ও ২ টি মোবাইল ফোনসহ আটক করা হয়।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/ইএস