বিপিএলে সাত দলের অধিনায়ক

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

‘বঙ্গবন্ধু বিপিএল’ মাঠে গড়াচ্ছে আগামীকাল (বুধবার)। টুর্নামেন্ট শুরুর আগের দিন জানা গেল সাত দলের অধিনায়কের নাম। বিপিএলে চারবার শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার ঢাকা প্লাটুনকে নেতৃত্ব দেবেন।

গত আসরে চট্টগ্রামকে নেতৃত্ব দেয়া মুশফিকুর রহিম এবার খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেবেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করেছে সিলেট থান্ডার্স।

অন্যদিকে, রাজশাহী, কুমিল্লা এবং রংপুর বিদেশি খেলোয়াড়কে অধিনায়ক করেছে। কুমিল্লা ওয়ারিয়র্স খেলবে শ্রীলঙ্কার অলরাউন্ডার দানুন শানাকার নেতৃত্বে। রংপুর রেঞ্জার্স খেলবে আফগানিস্তান দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর নেতৃত্বে। আর রাজশাহী রয়্যালস খেলবে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে।

এক নজরে বিপিএলে সাত দলের অধিনায়কদের নাম

ঢাকা প্লাটুন: মাশরাফি বিন মর্তুজা।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ

সিলেট থান্ডার্স: মোসাদ্দেক হোসেন সৈকত

রাজশাহী রয়্যালস: আন্দ্রে রাসেল

কুমিল্লা ওয়ারিয়র্স: দাসুন সানাকা

রংপুর রেঞ্জার্স: মোহাম্মদ নবী

(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এসইউএল)