ভারতে নাগরিকত্ব সংশোধনী: ইন্টারনেট বিচ্ছিন্ন ত্রিপুরা

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় ১১ ঘণ্টার ধর্মঘটের জেরে উত্তর পূর্বাঞ্চল ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। তবে সবচেয়ে উত্তপ্ত পরিবেশ বিজেপি শাসিত ত্রিপুরায়। এখানে বিলের প্রতিবাদে অশান্তির কারণে রাজ্য সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ত্রিপুরায় ইন্টারনেটের পাশাপাশি, মোবাইল- এসএমএস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার। এমন অবস্থায় ত্রিপুরার সঙ্গে টেলি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

বিরোধী সিপিআইএম, কংগ্রেস এর তীব্র সমালোচনা করেছে। ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি সরকারের জোট শরিক উপজাতি সংগঠন আইপিএফটি।

ঢাকা টাইমস/১১ডিসেম্বর/একে