বাঁচানো গেল না কলেজছাত্র রিমনকে

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১২:১৫

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকের ধাক্কা আহত কলেজছাত্র রিমন মারা গেছেন। দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

গতকাল বিকালের ওই দুর্ঘটনায় দীপংকর নামে রিমনের এক বন্ধুও আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর।

নিহত রিমন চৌগাছা উপজেলার পোড়াহুদা গ্রামের রোকনের ছেলে। আর আহত দীপংকর ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের নিমাই দাশের ছেলে। দুজনই গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের বিএ (সম্মান) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে বিএ (সম্মান) এর সমাজবিজ্ঞান বিভাগের শেষ পরীক্ষা ছিল। রিপন ও দীপংকর পরীক্ষা শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর ইটভাটার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রিমনের মাথা ফেটে যায় যায়। গুরুতর আহত হয় তার বন্ধু দীপংকরও। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে নয়টার দিকে রিমনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক শাহিন তারেক।

কোতয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :