খালেদার মুক্তি দাবি

কাফনের কাপড় পরে ঢাকায় যুবদলের বিক্ষোভ

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ১৩:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাকায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে যুবদল পল্টন থানার নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে যুবদলের পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হয়। ফকিরাপুল পানির ট্যাংকি থেকে মিছিলটি শুরু হয়ে নয়াপল্টন ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ‘খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে’, ‘জামিন নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও’ সহ বিভিন্ন ধরনের শ্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা।

নেতাকর্মী বলেন, বর্তমান সরকার গত দুই বছর ধরে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিশ্বঃর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

নেতারা আরও বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার পরও সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে তাকে মুক্তি দিচ্ছে না। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করলে দেশের জনগণ তা মেনে নেবে না।

মিছিলে যুবদল পল্টন থানার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসাইন, লিয়ন হক, তানিম আহমেদসহ নেতাকর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/বিইউ/এমআর)