ভাঙা পাঁজর নিয়ে র‌্যাম্পে হেঁটে সমালোচিত হাসান

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ১৪:২৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাঁজরের চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলী। তবে চোট নিয়েই তাঁকে র‌্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে। সোনালি রঙের শেরওয়ানি পরে র‌্যাম্পওয়াকের পর তিনি পরিচিত ভঙ্গিতে উল্লাস প্রকাশও করেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। হাসানকে বিদ্রুপ করছেন ক্রিকেটপ্রেমীরা।

এক দশক পর পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় টেস্ট করাচিতে। গত মাসে পাঁজরে চিড় ধরা পড়ায় এই ঐতিহাসিক সিরিজে খেলতে পারবেন না হাসান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই ক্রিকেটারের ডানদিকের পাঁজরের নবম হাড় এবং বাঁদিকের পাঁজরের অষ্টম ও নবম হাড়ে চিড় ধরা পড়েছে। এই চোট সারতে অন্তত ৬ সপ্তাহ লাগবে।’

চোট সারানোর জন্য বিশ্রাম নেওয়ার বদলে র‌্যাম্পে হাঁটার মতো কাজে নিজেকে ব্যস্ত রাখাতেই ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে এই পেসার।

টুইটারে সাজ সাদিক নামের একজন লিখেছেন, ‘পাঁজরে ফ্র্যাকচারের কারণে তিনি ক্রিকেটের বাইরে। কিন্তু মডেলিংয়ের জন্য ফিট হাসান আলী।’

(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এসইউএল)