আখাউড়ায় নয় রোহিঙ্গা নাগরিক আটক

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ১৭:১৮

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গভীর রাতে নারী ও শিশুসহ নয় রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে  ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া উপজেলা পরিষদের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে পুলিশ তাদের আটক করে। আটকদের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছে।

আটকা হলেন- সৈয়দ আলম,  ইউনুস, আমেনা খাতুন, মাজেদা খাতুন, সেনোরা খাতুন, জান্নাত (৫), আজিজুর রহমান (০১), মূয়রা বেগম (৬) ও আয়েশা বিবি (৩)।

পুলিশ জানায়, আটকরা আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে উপজেলার গাজীর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে আখাউড়া স্টেশনে আসার পথে পুলিশ তাদের আটক করে।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফেরার পথে পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা সবাই রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)