নিপুণ রায়-বাবুসহ বিএনপির চার নেতার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:১২ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:০১

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও সেক্রেটারি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ চারজনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তারা।

বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন পাওয়া অপরজন হলেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।

বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নিপুণ রায়ের বাবা আইনজীবী নিতাই রায় চৌধুরী।

আদালতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও সেক্রেটারি কাদের ভূইয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ। নিপুণ রায় ও আশফাকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী এবং ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল।

সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমিনুল ইসলাম ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। শাহবাগ থানার এসআই (নি.) মো. দিদার হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। এটি গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে শুরু করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। ওইদিন মিছিলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, নিপুণ রায় চৌধুরী অংশ নেন। এরপরই ওই মামলা হয়।

ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এআইএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :