চট্টগ্রাম-৮ আসনে জাপা প্রার্থী বাবলু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:২০

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এসময় জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন জাপা চেয়ারম্যান।

জিএম কাদের এসময় বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মহাজোট হিসেবে নির্বাচন করেছি। পরবর্তী সব নির্বাচনেও আমরা জোটগতভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছি।

কাদের বলেন, চট্টগ্রাম-৮ আসন মহাজোটগতভাবে হবে কি না তা আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে। আমরা আশাবাদী জাতীয় পার্টি প্রার্থী মহাজোট প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, পার্টির সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম সভায় চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুর প্রার্থিতা নিশ্চিত হয়েছে। প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির পালামেন্টারি বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সালমা ইসলাম, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি প্রমুখ।

প্রসঙ্গত, আওয়ামী লীগের শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসন শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি আসনটিতে উপনির্বাচন হবে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :