ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০৮:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে নীতি ওয়াশিংটন নিয়েছে তা বজায় থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

ইরানের বিরুদ্ধে নতুন করে আরোপিত কিছু নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে পম্পেও বলেন, মধ্যপ্রাচ্যে ‘নাশকতামূলক তৎপরতা’ থেকে ইরানকে বিরত রাখার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

একই দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার প্রধান লক্ষ্য দেশটিকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করা।

এর আগে বুধবার ইরানের এক ব্যক্তি, পাঁচ প্রতিষ্ঠান ও দু’টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে আরেকটি পরমাণু সমঝোতা স্বাক্ষরে বাধ্য করার জন্য দেশটির বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা টাইমস/১২ডিসেম্বর/একে