স্নাতকের আগেই বিশ্ববিদ্যালয় ছাড়ছে বিস্ময় বালক!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৩০

নয় বছরেই স্নাতক হয়ে বিশ্ব রেকর্ড গড়ছেন বিস্ময় বালক- সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবরের শিরোনাম হন বেলজিয়ামের লরাঁ সিমোঁস। তবে তাকে সেই ডিগ্রি অর্জনের আগেই বিশ্ববিদ্যালয়ই ছাড়তে হচ্ছে।

স্নাতক পরীক্ষার তারিখ নিয়ে মতপার্থক্যের জেরে নেদারল্যান্ডসের আইন্ডহোফেন ইউনিভার্সিটি অব টেকনোলজি ছাড়তে বাধ্য হচ্ছেন লরাঁ। কারণ, স্নাতক শেষ করতে লরাঁর এখনো যতগুলো পরীক্ষা বাকি তা ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

নয় বছরের লরাঁ গত মাসেই আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছিলেন। বলা হয়েছিল, আগামী ২৬ ডিসেম্বর দশম জন্মদিনের আগেই এই বালক আইন্ডহোফেন ইউনির্ভাসিটির তড়িৎ প্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করতে যাচ্ছেন। সেটা হলে তিনি হতেন বিশ্বের সর্বকনিষ্ঠ স্নাতক ডিগ্রিধারী।

কিন্তু এখন ডিগ্রি পাওয়া দূরে থাক, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করা নিয়েই দেখা দিয়েছে গণ্ডগোল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লরাঁ ও তার বাবা-মাকে ডেকে পরীক্ষার তারিখ নিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লরাঁ ঈশ্বরের বিশেষ উপহার। সে অভূতপুর্ব গতিতে তার লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে। তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্বাস তাকে এখনো যতগুলো পরীক্ষায় পাস করতে হবে, সেটা ২৬ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে না।’

বিশ্ববিদ্যালয় থেকে লরাঁকে পরীক্ষার যে সম্ভাব্য সময়সূচী দিয়েছে তাতে সব শেষ করতে আগামী বছর মাঝামাঝি হয়ে যাবে।

যদিও এ যুক্তি মানতে নারাজ লরাঁর বাবা-মা। তারা বলছেন, ডিসেম্বর পর্যন্ত সময়ই যথেষ্ট। তাই তারা আইন্ডহোফেন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব গ্রহণ না করার এবং ছেলেকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

লরাঁর বাবা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গত সপ্তাহেও সব ঠিক ছিল। অথচ এখন তারা ছয় মাস বেশি সময় লাগার কথা বলছে। লরাঁর পরীক্ষা তারিখ কখনোই ধর্তব্যের মধ্যে ছিল না। আজই দুইটি বিদেশি বিশ্ববিদ্যালয় তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং এখনো আমাদের হাতে যথেষ্ট সময় আছে।’

লরাঁর বাবা বেলজিয়ান এবং মা ডাচ। শিশু বয়সে দাদা-দাদীর কাছে বেড়ে উঠা লরাঁ চার বছর বয়সে প্রাথমিক স্কুলে ভর্তি হন।

বর্তমানে সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রিধারী যুক্তরাষ্ট্রের মাইকেল করনি। ১৯৯৪ সালের জুনে মাত্র ১০ বছর চার মাস বয়সে স্নাতক সম্পন্ন করে তিনি গিনস বুকে নাম লেখান।

ঢাকা টাইমস/১২ডিসেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :