নয়াপল্টনে পুলিশের কড়া অবস্থান

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জমিন শুনানিকে কেন্দ্র করে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উচ্চ আদালত এলাকার পাশপাশি বিএনপির নয়াপল্টনের কার্যালয় ঘিরেও কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

খালেদার জামিন শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল আটটার পর থেকে নয়াপল্টনে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। তারা বিএনপি কার্যালয়ের মূল ফটকের বাইরে ও আশপাশের সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন।

পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নয়াপল্টন এলাকায় তৎপর রয়েছেন।

এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন্যান্য দিন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থাকলেও তিনি আজকে নেই। তবে বেলা দশটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু কার্যালয়ে আসেন।

কার্যালয়ে প্রবেশের সময় তাদের কোনো বাধার মুখে পড়তে হয়নি বলে জানা গেছে। এছাড়াও কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান করছেন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/বিইউ)