গুরুর গদি কেড়ে নিল শিষ্য!

ক্রীড়ো ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪১ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭

কার্লোস আনসেলোত্তির বরখাস্ত হওয়ার পর থেকেই নাপোলির নতুন ম্যানেজার হিসেবে শোনা যাচ্ছিল সাবেক এসি মিলান মিডফিল্ডার জেনারো গাত্তুসোর নাম। আনসেলোত্তির বরখাস্ত হওয়ার এক দিন না পেরুতেই সে খবরটাই নিশ্চিত করল নাপোলি। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে গাত্তুসোকে স্বাগত জানিয়েছেন নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস। গাত্তুসোর পেশাদারি এবং কোচিং ক্যারিয়ারে সিরিআ লিগের সাথে সম্পৃক্ততার কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন নাপোলি সভাপতি।

গাত্তুসো নাপোলিতে যার স্থলাভিষিক্ত হচ্ছেন, সেই আনসেলোত্তির অধীনেই মিলানে খেলেছিলেন। সাবেক এই রিয়াল কোচের অধীনেই মিলানের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ এবং একবার সিরিআ শিরোপাও জিতেছিলেন তিনি। এমনকি নিজের কোচ আনসেলোত্তিকে পিতার মতো শ্রদ্ধা করেন বলেও জানিয়েছিলেন গাত্তুসো।

গেঙ্ককে ৪-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার কয়েক ঘণ্টার মধ্যেই আনসেলোত্তির বরখাস্ত হওয়ার ঘটনায় বেশ বিস্মিতই হয়েছে ইউরোপ। তবে ৯ ম্যাচ পর জয়, প্রেসিডেন্টের সাথে অন্তর্কোন্দলে ফুটবলারদের পক্ষ নেওয়া- এসব কারণেই আনসেলোত্তিকে বরখাস্ত করেছে নাপোলি।

গত বছর নাপোলির ম্যানেজার হওয়ার সময় আনসেলোত্তি জানিয়েছিলেন; ভবিষ্যতে প্রিমিয়ার লিগে ফিরতে চান তিনি। কিছুদিন আগেই বরখাস্ত হয়েছেন আর্সেনাল ম্যানেজার উনাই এমেরি, তার জায়গায় আসা ফ্রেডি ইউনবার্গের অধীনেও ধুঁকছে আর্সেনাল। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলছেন অনেকেই; আর্সেনালের নতুন ম্যানেজার হিসেবে দেখা যেতে পারে আনসেলোত্তিকে, এমনটাই জানিয়েছে ডেইলি মেইল।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :