স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে নতুন বই

মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গা (ফরিদপুর)
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৩

বছর শুরুর প্রথম দিনে দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হবে। নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরা হাসিমুখে বাড়ি ফিরবে সেদিন। সে লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৌঁছে গেছে সেই বই। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে শুরু করেছে নতুন এ বই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ২৮টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৭০ হাজার বই বণ্টন করা হবে।

বুধবার থেকে সেসব বই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বণ্টন শুরু হয়েছে। আলফাডাঙ্গা উপজেলায় মাধ্যমিক স্তরের বই বণ্টন করা হচ্ছে উপজেলা পরিষদ চত্বরে। প্রতি বছর এখান থেকেই বই উপজেলার বিভিন্ন স্কুলে পৌঁছে যায়।

শিক্ষকরা দূর-দূরান্ত থেকে ট্রলি বা ভ্যান নিয়ে এখানে এসে বই নিয়ে স্কুলে যাচ্ছেন। কয়েক দিনের মধ্যেই এই বই সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে বলে জানা গেছে। তারপর বছরের প্রথম দিনের অপেক্ষা।

আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন জানান, বই বিতরণের কাজ ধারাবাহিকভাবে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব স্কুলেই বই পৌঁছে যাবে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :