‘খালেদার অনুমতি ছাড়া উন্নত চিকিৎসা সম্ভব নয়’

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তবে এটা খালেদা জিয়ার অনুমতি না পেলে সম্ভব হবে না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  

বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি হওয়ার পর নিজ দপ্তরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘কিন্তু উনার (খালেদা জিয়ার) অনুমতি না হলে উন্নত চিকিৎসা করা সম্ভব হবে না। যে রিপোর্টগুলো দাখিল করা হয়েছে সেটা পড়ে শোনানো হয়েছে। তাতে আমরা দেখিয়েছি, আসলে তার শারীরিক অবস্থার বিশেষ কোনো অবনতি হয়নি। যে রকম ছিল, সে রকমই আছে।’

সর্বশেষ রিপোর্টে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কী বলা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘তার দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট করা হয়েছে। একটা ১৯৯৭ সালে, আরেকটা ২০০২ সালে। এটা ভালো হওয়ার মতো নেই।  স্বাভাকিভাবে এতদিন পরে রিপ্লেসমেন্টের কার্যকারিতা থাকে না। সেই ক্ষেত্রে এটার অ্যাডভান্স (উন্নত) চিকিৎসা নিতে হয়।’

রাষ্ট্রের প্রধান আইনজীবী বলেন, ‘কতগুলো বিশেষ ধরনের ইনজেকশন আছে, সেই ইনজেকশন দেওয়ার ব্যাপারে তার অনুমতি না পাওয়া গেলে তা দেওয়া যাবে না। উনি (খালেদা জিয়া) অনুমতি দিচ্ছেন না। আদালত বলেছেন, উনি যদি অনুমতি দেন তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সে ব্যবস্থা করবেন।’

জামিন পাওয়া না পাওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি শুনানিতে বলেছি, এর আগে একটি মামলায় উনাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মোট তাকে ১৭ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। কাজেই এটাকে বলা যাবে না এটা শর্ট সেন্টেন্স। সুতরাং এখানে তিনি জামিন পেতে পারেন না। চিকিৎসার ব্যাপারে সরকার থেকে সর্বাত্মক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে বঙ্গবন্ধু প্রিজন সেলে রাখার কথা কিন্তু তাকে ভিআইপি কেবিনে রাখা হয়েছে। উনাকে সেবাদান করার জন্য একজন সেবিকা দেওয়া হয়েছে। সার্বক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ উনাকে দেখভাল করছেন। কিন্তু উনার অনুমতি না হলে উন্নত চিকিৎসা করা সম্ভব হবে না।’

(ঢাকাটাইমম/১২ডিসেম্বর/এআইএম/জেবি)