ফরিদপুরে ডিজিটাল দিবস উদযাপিত

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৪

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’- এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো ফরিদপুরেও ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মনিরুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আজ দেশে-বিদেশে প্রশংসিত এবং অনুকরণীয়। দেশের মানুষ এই রূপকল্পের সুফল ভোগ করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম চূড়ান্ত লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে চলছে।

বক্তারা আরও বলেন, দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। যেখানে তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আজ আমরা যে উন্নয়ন করছি, তার অবদান আমাদের এই ডিজিটাল বাংলাদেশ। এসময় বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ বাংলাদেশে পালিত একটি দিবস। এটির পূর্ব নাম ছিল আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি পালন করা হয়।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :