বন্দুকযুদ্ধে ১৩ মাদক মামলার আসামি নিহত

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বুধবার রাত ১টার দিকে উপজেলার সারহাইল এলাকায় এক মাদক কারবারি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শক আহত হন।

নিহত মাদক কারবারির নাম আব্দুর রশিদ (৪০)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রয়েছে।

নিহত আব্দুর রশিদ ঈশ্বরগঞ্জ উপজেলার ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ ভাষ্য, রাতে নিহত আব্দুর রশিদ ও তার সহযোগীরা মাদক বিক্রি করতে সারহাইল এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে ডিবি পুলিশের দু’টি দল সেখানে অভিযানে গেলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। একপর্যায়ে সহযোগীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদকে আটক করে পুলিশ। পরে রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুইশ’ গ্রাম হেরোইন, একশ’ পিস ইয়াবা ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)