আ.লীগের সম্মেলন মাতাবেন বরেণ্য শিল্পীরা, থাকছে না ‘থিম সং’

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ২০:০০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ২০:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে এবার দেশবরেণ্য শিল্পীরা নানা পরিবেশনায় অংশ নেবেন। তবে এবার থাকছে না গেলবারের মতো কোনো ‘থিম সং’।

বৃহস্পতিবার দলটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্বোধন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কী কী অনুষ্ঠান থাকছে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগ সভানেত্রী পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করবেন।

অসীম কুমার উকিল বলেন, এরপর সাংস্কৃতিক পর্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা গান গাইবেন, শিল্পী আতাউর রহমানও থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা নৃত্য পরিবেশন করবেন।

গত সম্মেলনে মতো এবার উদ্বোধন অনুষ্ঠানে কোনো ‘থিম সং’ রাখা হয়নি জানিয়ে তিনি বলেন, তাই এবার দেশবরেণ্য শিল্পীরাই উদ্বোধন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে বাংলাদেশের দুই কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনের সার্বিক কার্যক্রম তুলে ধরতে এর মধ্যেই একটি ওয়েবসাইট খোলা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/টিএ/জেবি)