সীতাকুণ্ডে মন্দির ভাঙচুর মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৪২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

চট্টগ্রামে সীতাকুণ্ডে মন্দির ভাঙচুর মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সংবাদে তাকে আটক করা হয়।

উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের মৃত সালে আহমদের পুত্র জাহাঙ্গীর আলম।

মডেল থানার এসআই মামুন হোসেন জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২০১১ সালের মামলা নং ১০৭/১১'র এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।  উপজেলার বাড়বকুণ্ডস্থ জ্বালামুখী কালী মন্দিরের ভাঙচুর ও মালামাল চুরি মামলার আসামি সে।

দীর্ঘ আট বছর আগে এ মামলায় সাজা হওয়ার পর থেকে সে পলাতক রয়েছেন। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

অন্যদিকে মামলার বাদী মন্দিরের সেবায়েত কুমারী স্মৃতি লতা ভারতি জানান, দীর্ঘ আট বছর যাবত পলাতক আসামি গ্রেপ্তার হওয়ায় আমরা আইনের নিকট কৃতজ্ঞ স্বস্তিবোধ করছি।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)