আলফাডাঙ্গার বাবলু ডাক্তার আর নেই

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৪৯

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (অব.) মেডিকেল অ্যাসিন্ট্যান্ট ডা. তুষার কান্তি ঘোষ বাবলু আর নেই। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

ডা. তুষার কান্তি ঘোষ বাবলু উপজেলার সদর ইউনিয়নের দরুণা গ্রামের সন্তান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকালে তার মরদেহ দরুনা গ্রামে পারিবারিক শশ্মান ঘাটে সৎকার সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক ‘ঢাকা টাইমস’, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :