দেশজুড়ে বিক্ষোভের ডাক বিএনপির

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারো দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। আগামী রবিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া চ্যারিটাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় জরুরি বৈঠক ডাকে বিএনপি। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ‘রবিবার ঢাকায় থানায় থানায় এবং সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। শুক্রবার, শনিবার বন্ধ। রবিবারে কর্মসূচি পালিত হবে। এরপর আমরা পরবর্তী সময়ে কী করবো তা সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।’

ফখরুল আশা প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্বাস করি আন্দোলনের মাধ্যমে জনগণের সক্রিয় অংশগ্রহণে আন্দোলনের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে থাকা সরকারকে সরিয়ে নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য করবে। একইসঙ্গে নতুন করে সরকার অংশগ্রহণে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’

ফখরুল বলেন, ‘আদালত থেকে জামিন না পাওয়া সারাদেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।’

‘সরকার সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো দুর্বল করতে এক এক করে ব্যবস্থা নিয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করা শুরু হয়েছে। বিচারব্যবস্থাকে দখল করেছে, মিডিয়া ইচ্ছামতো মত প্রকাশ করতে পারছে না। মামলা তাদের বড় অস্ত্র। মিথ্যা মামলা দিয়ে জেলজুলুম করে সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।’

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/বিইউ/জেবি)