কুমিল্লায় স্কুল হোস্টেলের পেছনে ছাত্রের লাশ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭

কুমিল্লার কোটবাড়িতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল নামে একটি বিদ্যালয়ের হোস্টেলের পেছনে ঝুলন্ত অবস্থায় থাকা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাব্বির (১১) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের প্রাবাসী হুমায়ন কবির মোল্লার ছেলে। সে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। স্কুলের হোস্টেলে থেকে বড় ভাই সৈকতের সাথে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করত।

তার মামা নাজমুল হুদা মোল্লা জানান, কোটবাড়িতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে সাব্বির ও তার বড় ভাই সৈকত পড়াশোনার সুবাদে ওই বিদ্যালয়ের হোস্টেলের দোতলায় ২০২ নম্বর রুমে থাকত। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল সাব্বির গত কয়েকদিন আগে পিএসসি পরীক্ষা দিয়েছে। আর বড় ভাই সৈকত ওই একই স্কুলে নবম শ্রেণিতে পড়ে।

তিনি জানান, আজকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল হোস্টেরের পেছনে সাব্বিরের লাশ ঝুলন্ত দেখে তার সহকারীরা স্কুল শিক্ষকদের জানায়। পরে শিক্ষকরা কোটবাড়ি পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম জানান, আমি একটি কাজে ঢাকায় আছি। একজন ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা স্কুল থেকে শিক্ষকরা আমাকে জানিয়েছে। আমি ঘটনা শুনেই কুমিল্লা সিটি কর্পোরেশনের স্থানীয় ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। স্কুল ছাত্র কিভাবে মারা গিয়েছে তদন্ত পর সঠিক কারণ জানা যাবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার তদন্ত পরিদর্শক অমল কৃষ্ণ ধর বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হোস্টেলের পিছন থেকে ওই বিদ্যালয়ের এক ছাত্রে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমান ওই ছাত্রে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন মামলা বা অভিযোগ হয়নি।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :