নাগরিকত্ব বিলে ভারতের রাষ্ট্রপতির সই

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বিতর্কিত নাগরিকত্ব বিলে সই করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার রাতে তিনি এই বিলে সই করেন। এর ফলে বিলটি আইনে পরিণত হলো।

গত সোমবার লোকসভায় পাস হয়েছিল এই বিল। এরপর বুধবার রাজ্যসভায়ও বিলটি পাস হয়। বিরোধীদের প্রবল বিতর্কের মাঝেও বিল পাস হয় দুই সভাতেই। বিল পাস হওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল রয়েছে দেশটির উত্তর-পূর্বের রাজ্যগুলো। সেখানে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গিয়ে ভারতে শরণার্থী হওয়া হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা রয়েছে বিলে। নাগরিকত্ব আইনে বলা ছিল, অন্তত ১১ বছর ভারতে থাকলে তবেই কোনো ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হবে। নতুন বিলে ওই সময় কমিয়ে পাঁচ বছর করা হয়েছে। তবে তাতে বাইরে থেকে আসা মুসলিমদের কথা বলা হয়নি।

এতেই আপত্তি তোলেন বিরোধীরা। কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে বেছে বেছে অমুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিচ্ছে বলে অভিযোগ তোলে তারা।

ঢাকা টাইমস/১৩ডিসেম্বর/একে