শপথ পাঠের মধ্যে দিয়ে ‘পরিচ্ছন্নতা যুদ্ধ’ শুরু

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ার অঙ্গীকার এবং সেখানে সেখানে ময়লা না ফেলার শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হলো ‘পরিচ্ছন্নতা যুদ্ধ’।

শুক্রবার সকাল নয়টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত পরিচ্ছন্নতাকর্মী, মুক্তিযোদ্ধা, মন্ত্রী, মেয়র, চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী এবং স্কাউটস সদস্যদের শপথ পাঠ করান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ‘পরিচ্ছন্নতার যুদ্ধের’ দায়িত্ব দেয়া হয় স্কাউট সদস্যদের।

শপথ পাঠে বলা হয়, ‘আমি শপথ করছি যে, যেখানে-সেখানে আর কোনোদিন ময়লা-আবর্জনা ফেলব না। বীর মুক্তিযোদ্ধারা যে দেশ স্বাধীন করে আমাদের উপহার দিয়েছেন, সেই দেশ পরিষ্কার রাখার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। ঘোষণা করলাম, পরিচ্ছন্নতার যুদ্ধ। এবারের অঙ্গীকার, পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ার অঙ্গীকার।’

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের সবাইকে সাথে নিয়ে আমরা দেশটাকে পরিচ্ছন্ন রাখতে চাই। যারা এই পরিচ্ছন্নতায় জড়িত, আমরা এক সঙ্গে কাজ করছি। আমরা সকলে মিলে সারাদেশকে পরিচ্ছন্ন করার যুদ্ধে আছি।’

অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘আমাদের পরিষ্কার যে শহরটা সকালে ঘুম থেকে উঠে দেখি, কারা এর নেপথ্যে আছে? সেই নেপথ্যের কারিগর কারা? নেপথ্যের নায়ক-নায়িকা কারা? তারা সেই আমাদের পরিচ্ছন্নকর্মীরা। মধ্যরাতে তারা মাঠে নামে, ভোর পর্যন্ত কাজ করে। তারা নগরীকে বসবাসযোগ্য নগরীতে পরিণত করেন। আমি তাদের সাধুবাদ জানাই।’

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছেন। আমি যদি একটি যুদ্ধ করতে পারতাম! আমাদের নতুন প্রজন্ম যদি একটি যুদ্ধ করতে পারত! আজ সেই সুযোগ এসেছে। আমাদের পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ার যে যুদ্ধ, আমরা সবাই মিলে আজকে থেকে সেই যুদ্ধে একসাথে সামিল হব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, স্কাউট সদস্যরা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/কারই/এমআর