২০২১ সালে ৭৮৪টি ফ্ল্যাট পাবে পরিচ্ছন্নতাকর্মীরা: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৯

পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে জড়িত এমন ৭৮৪টি পরিবারের জন্য মিরপুরের রূপনগরে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। ২০২১ সালে এসব ফ্ল্যাট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত ‘পরিচ্ছন্নতা যুদ্ধ’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।

ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘মিরপুরে আবাসন প্রকল্প শুরু করেছি। ৭৮৪টি ফ্ল্যাট তৈরি করা হচ্ছে সেখানে। তা পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীদের দেয়া হবে। আপনারা জেনে খুশি হবেন, এ কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, ২০২১ সাল নাগাদ ৭৮৪টি পরিবার ওই এলাকাতে চলে যেতে পারবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমি যখন মেয়র হিসেবে শপথ নেই, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, তোমার প্রথম কাজ হচ্ছে পরিচ্ছন্নতাকর্মী যারা আছে, তাদের জন্য আবাসনের বন্দোবস্ত করা। পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীদের যেন বস্তিতে না থাকতে হয়। তিনি বলেছিলেন, “অন্তত তাদের জন্য দুইটা কক্ষ করবা। একটা পড়ার কক্ষ হবে, অন্যটাতে তারা থাকবে। বাথরুম, রান্নাঘর করে দিবা। নিচে স্কুল করে দিবা, যাতে তাদের বাচ্চারা পড়তে পারে’।”

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘এটি হচ্ছে আপনাদের জন্য পুরস্কার। আমি পরিষ্কার-পরিচ্ছন্নকর্মীদের বলবো, আপনাদের কাজ কিন্তু আপনাদেরই করতে হবে। যার কাজ তাকেই করতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, চিত্রনায়ক রিয়াজ, স্কাউট সদস্যরা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :