বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনে মাঠে নামছে যারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৩:০৯

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। ম্যাচ দুটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।

দিনের প্রথম ম্যাচে সিলেট-রাজশাহীর মধ্যে এগিয়ে রয়্যালস। আসরে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারিয়েছে। এই জয়ে দারুণ আত্মবিশ্বাস বিরাজ করছে দলের মধ্যে। এ দিকে সিলেটের শুরুটা হয়েছে বাজে। আজ তাদের দ্বিতীয় ম্যাচ; নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরেছিল।

দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা-ঢাকার মধ্যে এগিয়ে কুমিল্লা। গতকাল রাজশাহীর কাছে মাশরাফির ঢাকা হেরেছিল ৯ উইকেটে; আজ তাদের দ্বিতীয় ম্যাচ; কুমিল্লার বিপক্ষে, যেখানে ওয়ারিয়র্স জয় দিয়ে আসর শুরু করেছে। আসরের দ্বিতীয় ম্যাচে তারা রংপুরকে ১০৫ রানে হারিয়েছিল।

আসুন দেখে নেই প্রথম ম্যাচের দুদলের সম্ভাব্য একাদশ-

রাজশাহী রয়্যালসের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটরক্ষ), হযরতউল্লাহ জাজাই, আফিফ হোসেন ধ্রুব, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, অলোক কাপালি, ফরহাদ রেজা, মিনহাজুল আফ্রিদি, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম।

সিলেট থান্ডারের সম্ভাব্য একাদশ : জনসন চার্লস, রনি তালুকদার, মনির হোসেন খান, জীবন মেন্ডিস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, এবাদত হোসেন, রুবেল মিয়া ও নাঈম হাসান।

দ্বিতীয় ম্যাচে দুদলের সম্ভাব্য একাদশ- (সন্ধ্যা ৭টা)

ঢাকা প্লাটুনের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুমিনুল হক, মেহেদী হাসান, আরিফুল হক, ররি ইভান্স, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও হাসান মাহমুদ।

কুমিল্লা ওয়ারিয়র্সের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, রাজাপাকসে, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, দাসুন শানাকা (অধিনায়ক), ডেভিড মালান, মাহিদুল ইসলাম অঙ্কন, আল-আমিন হোসেন, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মুজিব-উর রহমান।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :