সান্তোকির ‘নো’ বলে ফিক্সিংয়ের গন্ধ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:২৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এবারের বিপিএলের প্রথম ম্যাচেই স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন সাধারণ মানুষ এমনকি টিম ডিরেক্টরও। সিলেট থান্ডার বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে বিশাল এক ‘নো’ বল ও ওয়াইড দেন সিলেট থান্ডারের ক্যারিবীয় পেসার কৃষ্মার সান্তোকি।

যা দেখে অনেকেই বলছেন এটি ফিক্সিং ছিল। শুধু সাধারণ মানুষরাই নন, খোদ বিসিবি পরিচালক তানজীল চৌধুরীর মনেও জেগেছে সংশয়, এটি ফিক্সিং নয়তো।

সান্তোকি তার ওভারের তৃতীয় বলটি করার সময় স্ট্রাইকে ছিলেন আভিশকা ফার্নান্দো। লেগ সাইডে সান্টোকি এমনই বড় এক ‘ওয়াইড’ ডেলিভারি দেন, যা ধরতে রীতিমত ঘাম ঝড়েছে উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুনের। তিনি বাঁ দিকে ডাইভ দিয়ে বলটা গ্লাভসবন্দী না করলে ওয়াইডের সঙ্গে অতিরিক্ত আরও ৪ রান পেয়ে যেত চট্টগ্রাম।

পরের দুটি ডেলিভারিতে ক্যারিবীয় পেসার রান দেননি। কিন্তু পঞ্চম ডেলিভারিতে এসে দিয়ে বসেন বিশাল এক ‘নো’। এতই বিশাল, দাগ থেকে তার ডান পা প্রায় এক হাত বাইরে ছিল। ২০১০ সালে লর্ডস টেস্টে মোহাম্মদ আমির যে ‘নো’ বল দেয়ার কারণে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছর। সান্তোকির ‘নো’ বলটা ছিল তার চেয়েও বড়।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এআইএ)