কাপড়ের ক্ষতিকর রং মেশানো হচ্ছে মাছে

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:২৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাজারে বিক্রি হওয়া বিভিন্ন জাতের সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহারের ক্ষতিকর রং। মূলত মাছ তাজা দেখাতে কাপড়ে ব্যবহারের রং পানিতে মিশিয়ে তার মধ্যে মাছ ভিজিয়ে রাখা হচ্ছিল। এছাড়া বাজারে বিক্রি হয়ে দেখা গেছে, বিক্রি নিষিদ্ধ মাছ।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে অভিযান চালিয়ে এমন প্রমাণ পেয়েছেন র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। অভিযানটির নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযানের বিষয়ে সারওয়ার আলম জানান, সামুদ্রিক মাছকে সতেজ দেখানোর জন্য কাপড়ে রং পানির সঙ্গে মিশিয়ে তা মাছে ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। রং মেশানো ৪৬০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

মাছে কাপড়ের রং ব্যবহার করার অপরাধে একজনকে এক বছর এবং একজনকে ছয় মাস কারাদ- দেওয়া হয়।

অভিযানকালে আরও প্রায় ১০ টন চাষ ও বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। বিক্রি নিষিদ্ধ মাছ বাজারজাত করার অপরাধে তিনজনকে তিন মাস করে কারাদ- দেওয়া হয়।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসএস/কারই/এমআর