রাজশাহীকে সহজ টার্গেট দিল সিলেট

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু বিপিএলে শুক্রবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে মোসাদ্দেক-মিঠুনের দল। ১৫. ওভারেই অলআউট হয়ে যায় সিলেট থান্ডার। সুতরাং, জিততে হলে রাজশাহীকে করতে হবে মাত্র ৯২ রান।

রনী তালুকদার ও জনসন চার্লসের দাপুটে ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল সিলেট। কিন্তু সিলেটের ব্যাটিং লাইন আপে ধস নামান রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। লেগ বিফোরের ফাঁদে ফেলে রনি তালুকদারকে সাজঘরে ফেরান তিনি। রনির প্যাভিলিয়নে ফেরার পরই চার্লস অলক কাপালির শিকার হন।

সিলেটের পক্ষে সর্বোচ্চ ২০ রান করে সংগ্রহ করেন মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া রনি ১৯, চার্লস ১৬, নাজমুল হোসাইন মিলন ১০, নাভিন উল হক ২ এবং নাঈম হাসান ও এবাদত হোসেন ১* করে রান সংগ্রহ করেন। আর বাকি দুই খেলোয়াড় কৃষ্মার সান্তোকি ও নাজমুল ইসলাম শূন্য রানে সাজঘরে ফেরেন।

রাজশাহী রয়্যালসের হয়ে ৩ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন লেগ স্পিনার অলক কাপালি। ফরহাদ রেজা ২ ওভারে ৯ রানে ২টি ও রবি বোপারা ৩ ওভারে ১০ রানে নেন ২ উইকেট।।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এআইএ)