সরকারি পাঠ্যপুস্তক বিক্রয়ের অভিযোগে ক্রেতা আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে এক ভ্যান বিক্রয় নিষিদ্ধ পাঠ্যপুস্তক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জব্দ বইগুলো ২০১৭ থেকে ২০১৯ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির। বইগুলোর আনুমানিক ওজন প্রায় ২৪০ কেজি।

ময়না এসি বোস ইন্সটিটিউশনের পরিচালনা পর্ষদের সদস্য পলাশ রাজবংশী জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ খবর পেয়ে ময়না বাড়োয়ারী মন্দিরের সামনে থেকে পুলিশ ভ্যানসহ ওই বইয়ের ক্রেতা হকার ওদুদকে আটক করে।

হকার ওদুদ জানায়, বইগুলো সে ওই স্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের নিকট থেকে কিনে নিয়ে যাচ্ছিল।

এ ব্যাপারে মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার রাকিবুল ইসলাম বলেন, স্কুলের বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত বই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কেউ এর ব্যত্যয় করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।

প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের কোন বই বিক্রি করা হয়নি।

বোয়ালমারী থানার এসআই পলাশ জানান, বইগুলো উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য ওই বইয়ের ক্রেতা হকার ওদুদকে থানায় নিয়ে এসেছি।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :