তামাবিল দিয়ে যাত্রী পারাপার বন্ধ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

সীমান্তবর্তী ভারতের মেঘালয় তাদের রাজ্যে কোনো বিদেশির প্রবেশ করতে না দেয়ায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে কোনো যাত্রী পারাপার না করলেও স্বাভাবিক রয়েছে পণ্য পরিবহন।

স্পেশাল সুপারেনটেডেন্ট অব ইমিগ্রেশন পুলিশ (স্থল ও সমুদ্রবন্দর) মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিয়মমাফিক সকালে ইমিগ্রেশনের কাজ শুরু করি। কিন্তু, কয়েকজন পর্যটক সীমান্ত পার হওয়ার পর আমরা জানতে পারি যে ভারতীয় কর্তৃপক্ষ কাউকে মেঘালয়ে ঢুকতে দিচ্ছে না। আমরা যতটুকু জানতে পেরেছি মেঘালয় পুলিশ রাজ্যটিতে গণবিক্ষোভের কারণে কোনো পর্যটককে ঢুকতে দিচ্ছে না। এর ফলে মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের একমাত্র স্থলবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

এদিকে তামাবিল স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ থাকলেও পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত দুই দিন ধরে ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলো, বিশেষ করে আসাম ও মেঘালয় রাজ্যে সহিংস বিক্ষোভ চলছে। অচল হয়ে পড়েছে সেখানকার জীবনযাত্রা। পুলিশের গুলিতে কয়েকজনের মৃত্যুও হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/জেবি)