নেত্রকোণায় ১৬ ভারতীয় গরু ও ফেনসিডিল আটক

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৫২

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

শুক্রবার ভোরে নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবির সদস্যরা এসব আটক করে।

নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক সাব্বির আহমেদ জানান, ৩১ বিজিবির অধীন জেলার দূর্গাপুরের ১ নাম্বার কুল্লাগড়া ইউনিয়নে বিজয়পুর বিওপির জেসিও-৬৮৫২ সুবেদার শাহ আলমের নেতৃত্বে নয় সদস্যের একটি দল টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ১১৪৮ হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকুড়া এলাকা থেকে ১৬টি ভারতীয় গরু এবং ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়।

তিনি আরো জানান, আটক গরুগুলোর বাজার মূল্য প্রায় ১৪লাখ ৬০ হাজার টাকা হবে।

গরুগুলো নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে এবং মাদকদ্রব্যের বিষয়ে দূর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করা হবে। অভিযানের সময় কোনো চোরাকারবারি আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ইএস