পাইকগাছায় ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত

ইমদাদুল হক, পাইকগাছা
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৪

খুলনার পাইকগাছায় ট্রাকের ধাক্কায় মফিজুল তরফদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

শুক্রবার সকালে কয়রা-পাইকগাছা রোডের শিববাটি ব্রিজের সামনে নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল তরফদার পাইকগাছার লক্ষ্মীখোলা এলাকার মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে। আহতরা হলেন- আবুু মুছা(১৮) মনিরুল(১৪) ও আ. মান্নান (১৮)।

আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের খালাতো ভাই নজরুল ইসলাম বলেন, খুলনা থেকে মাছ বিক্রি করে ভোরে মফিজুল ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে পাথর ভর্তি একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মফিজুল বাগদা চিংড়ি ব্যবসায়ী ছিলেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, কৃষি কলেজের সামনে রাখা একটি ট্রাকে ছিলেন মফিজুল। এ সময় খুলনা থেকে কয়রাগামী পাথর ভর্তি আরেকটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মফিজুল মারা যান।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :