ট্রাক উল্টে সড়কের পাশের ঘরে, নিহত ২

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৪০

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার দৌলতপুরে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক উল্টে সড়কের পাশে থাকা ঘরের ওপর পড়ে গেছে। এতে ট্রাকের নিচে চাপা পরে ঘরে থাকা দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকটির নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুরের আমদহ গ্রামের মানিক ফকির (৬৫) ও একই এলাকার মরিয়ম পারটেক্স কারখানার কর্মচারী আব্দুর রহিম (৪৫)। এর মধ্যে রহিমের বাড়ী কুষ্টিয়া শহরে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমদহ গ্রামের রাস্তা সংলগ্ন মানিক ফকিরে টিনের ছাপরা ঘরের ওপর পড়ে।

পরে স্থানীয়রা ভোরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের নিচ থেকে মানিক ফকির ও আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। াার ড্রাম ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ইএস