দাবি আদায়ে অনড় পাটকল শ্রমিকরা

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:৪২

ব্যুরো প্রধান, রাজশাহী

অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি আদায়ে অনড় রয়েছেন রাষ্ট্রায়াত্ব রাজশাহী পাটকলের শ্রমিকরা। গত মঙ্গলবার থেকে তারা নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় পাটকলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অবস্থান করছেন রাতেও।

আন্দোলতের তৃতীয় দিন গত বৃহস্পতিবার নয়জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুজন বাড়ি ফেরেন। তবে এখনও সাতজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুর পর্যন্ত অনশন চলছিল।

রাজশাহী পাটকলের সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, রাজশাহী পাটকলে প্রায় এক হাজার কর্মচারী-শ্রমিক রয়েছে। কর্মচারীদের তিন মাসের ও শ্রমিকদের ১১ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। বেতন-ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ঢাকায় শ্রমিক নেতারা আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)