দলের ভেতর নিজেকে শত্রু বানাবেন না: অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:১৯ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে দলীয় নেতাদের সবাইকে এক থাকার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘নেতাকর্মীদের মধ্যে নিজেকে শত্রু হিসেবে তৈরি করবেন না। আমাদের শক্র স্বাধীনতাবিরোধী জামায়াত ইসলামী ও বিএনপি।’

আজ শুক্রবার কুমিল্লা নগরীর রামঘাটে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যকরী কমিটির সভায় এ কথা বলেন মন্ত্রী। আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন সামনে রেখে সভাটি আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী আওয়ামী লীগকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তোলার তাগিদ দেন তৃণমূল নেতাদের। বলেন, দলের ভেতরে কোন্দল সৃষ্টি না করে সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

অর্থমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, এলজিআরডি মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপিসহ কমিটির অন্য সদস্যরা।

এই সভা শেষে জেলা সার্কিট হাউজে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘সরকারের নানা উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন হচ্ছে। কুমিল্লার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। এগুলো টিকিয়ে রাখতে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে প্রিয় কুমিল্লাকে দৃষ্টিনন্দন রূপে সাজাতে চাই।’

কুসিকের মেয়র মনিরুল হক সাক্কুকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আমার কাছে অনেক অভিযোগ আসে নগরীর অনেক বহুতল ভবনের মালিক সড়কের জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ করছে। আপনারা সিটি করপোরেশন থেকে মাস্টার প্লান করুন। আমি কুমিল্লার উন্নয়নের জন্য বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কথা বলে তা পাসের চেষ্টা করব।’

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :