রাজাকারকে শহীদ বলা জঘন্য অপরাধ: ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:২৯
অধ্যাপক মো. আখতারুজ্জামান (ফাইল ছবি)

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ বলাকে জঘন্য আস্ফালন বলে সংশ্লিষ্টদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

শনিবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর ঢাবি ভিসি এই মন্তব্য করেন।

আখতারুজ্জামান বলেন, ‘আমরা একটা পত্রিকায় দেখলাম একজন চিহ্নিত রাজাকারকে শহীদ বলা হয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই রাজাকারকে শহীদ বলা জঘন্য আস্ফালন।’

ঢাবি উপাচার্য বলেন, আলবদর ও রাজাকারদের বিচার হয়েছে। বিচারের রায়ে অনেক রাজাকারের ফাঁসি হয়েছে। এসব রাজাকারকে শহীদ আখ্যায়িত করা জঘন্য অপরাধ। সামনে যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায় কেউ।

আখতারুজ্জামান আরও বলেন, ‘আমাদের তরুণ সমাজ জেগেছে। এ ধরনের জঘন্য আস্ফালন তারা মানেনি। এটাই দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজাকারকে শহীদ বলা তরুণ সমাজ মানবে না, এটাই আমাদের আশার জায়গা।’

দৈনিক সংগ্রাম পত্রিকায় কাদের মোল্লাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করে। এই ঘটনার জেরে শুক্রবার রাতে পত্রিকার অফিসে হামলা করা মুক্তিযোদ্ধা মঞ্চ নামের একটি সংগঠন। এছাড়া পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে তুলে দেয়া হয় পুলিশের কাছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :