মাশরাফিকে শেখানো আমার সাজে না: সৈয়দ রাসেল

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ জাতীয় ক্রিকেটের সম্ভবানাময়ী বোলার ছিলেন সৈয়দ রাসেল। কিন্তু ইনজুরির কারণে তার ক্যারিয়ার বেশি দীর্ঘ হয়নি। বঙ্গবন্ধু বিপিএলে তিনি ঢাকা প্লাটুনসের বোলিং কোচ হিসেবে আছেন।  

একসময় মাশরাফির সঙ্গে বল হাতে দৌঁড়েছেন মাঠে, এখন তার গুরু হিসেবে কাজ করছেন। তাকে শেখানো প্রসঙ্গে এক প্রশ্নে রাসেল মন্তব্য করেন, ‘মাশরাফিকে শেখানো আমার সাজে না। তারপরও আমরা মতবিনিময় করি, নিজেদের অভিজ্ঞতার কথা আলোচনা-পর্যালোচন করি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে আজ শুক্রবার বিকেলে সাবেক সতীর্থকে নিয়ে এভাবেই বললেন রাসেল। এই প্রথম প্র'তিযো'গিতামূলক ক্রিকেটে কোচিং করতে এসে রাসেল বলেন, ‘আমার জন্য নতুন অভিজ্ঞতা, এখনো শিখছি।’

রাসেল বলেন, ‘মাশরাফির বোলিং নিয়ে কাজ করার তেমন কিছু নেই। ওর আসলে পরামর্শ দেওয়ার বলতে, বোলিংয়ে খুব একটা যে কিছু করতে হবে তা না। ফিটনেস একটু কাজ করলেই ওর বোলিংটা ভালো হবে।’

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এআইএ)