জগন্নাথের প্রথম উপাচার্য সিরাজুল আর নেই

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ১৫:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলাম খান মারা গেছেন। শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অধ্যাপক সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের (কারস) পরিচালক ছিলেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিনের দায়িত্ব পালন করেন তিনি।

সকালে ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/বিইউ/এমআর)