ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লংঘন: মাহাথির

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:২৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞাগুলোকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লংঘন বলে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার কাতারে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এ সুস্পষ্ট অবস্থান নেন। ‘দোহা ফোরাম’ নামের এ আন্তর্জাতিক সম্মেলনে কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিও উপস্থিত ছিলেন।

‘ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার পুনর্বহালকে মালয়েশিয়া সমর্থন করে না। এ নিষেধাজ্ঞাগুলো স্পষ্টতই জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লংঘন। জাতিসংঘই কেবল তার সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে (কারো ওপর) নিষেধাজ্ঞা দিতে পারে’

৯৪ বছর বয়সী মাহাথির জানান, মার্কিন  নিষেধাজ্ঞার ফলে মালয়েশিয়া এবং অন্যান্য দেশ ‘বড় একটি বাজার হারিয়েছে’।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/আরআর)