কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর কলাপাড়ায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হত্যার শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

শনিবার বিকালে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ‘কচিমুখ নাট্যাঙ্গন (ক না)’ নামের শিশু কিশোর সংগঠনের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।

সংগঠনটি দেশাত্মবোধক গান এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে।

১৯৭১সালে বাংলদেশ স্বাধীনতা অর্জনের শুভ সুচনা লগ্নেই তৎকালীন ১৪ ডিসেম্বর বাঙালি জাতির বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকহানাদার বাহিনী। ৪৮ বছর আগের সেইদিনে রায়ের বাজারের বিভিষীকাময় হত্যাকাণ্ডের মুহূর্তটি অভিনয়ের মাধ্যমে নতুন প্রযন্মের কাছে তুলে ধরা হয়।
বুদ্ধিজীবী হত্যা দিবসের প্রতিপাদ্য বিষয় উপস্থাপনা করেন ফাবিহা আনবার যোয়া। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ।

এ সময় সংগঠনের শিশু-কিশোর এবং অভিবকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।