আমরা চাই শান্তি

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

শ্রীধাম কুমার বিশ্বাস

চাই না আমরা সন্ত্রাস, চাই যে সমাজে শান্তি।

চাই না নারীর অবমাননা, চাই নারী সমাজের মুক্তি।

চাই না শিশুর অবহেলা, চাই শিশুর অধিকার।

 

চাই না ভাইয়ের তাজারক্তে রাজ পথ রাল আবার

সালাম, বরকত, রফিক, জব্বার ভুলে গেছি তাদের কথা,

দেশটাকি আজ সত্যি স্বাধীন, পেয়েছি কি স্বাধীনতা

স্বাধীনতার লাল সূর্যের তরে যাঁরা দিয়ে গেছে প্রাণ

সমাজ মানুষ তাঁদের দিল কি যথার্থ সম্মান?

 

চাই না বোনের সম্ভ্রমহানি, মায়ের চোখের জল

আমরা চাই যে সমভাবে দিতে আনন্দ কোলাহল।

সন্ত্রাস আর হানাহানি নয়, নয় কোন অবিচার

ফিরে আসে যেন সুখ শাস্তির পরশ আবার।

 

লেখক: সহকারী শিক্ষক, বাজড়া স. প্রা. বিদ্যালয়