সুন্দরগঞ্জকে রাজাকারমুক্ত করার ঘোষণা আফরুজা বারীর

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:০৫

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

সুন্দরগঞ্জকে রাজাকার মুক্ত করার ঘোষণা দিয়ে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী।

শনিবার সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

আফরুজা বারী বলেন, একাত্তরে বিজয়ের প্রাক্কালে রাজাকার বাহিনী দেশকে মেধাশূন্য করতে দেশের সূর্য সন্তানদের হত্যা করেছিল। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জের মাটি ও  মানুষের নেতা মঞ্জুরুল ইসলাম লিটনকেও তারা হত্যা করেছে। ওই রাজাকার ও তাদের দোসররা আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা আজ সময়ের দাবি। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের উপর দাঁড়িয়ে সুন্দরগঞ্জকে রাজাকারমুক্ত করার শপথ নিতে হবে।

তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি আজো তৎপর। স্বাধীনতার চেতনাকে ভুলুন্ঠিত করতে  তারা একের  পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে।

সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সভাপতিত্বে

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা, উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাস্টার, সাবেক অতিরিক্ত সচিব তৌহিদা বুলবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান রাসেল সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ডিএম