সিরাজগঞ্জে বিএনপি-যুবদলের দুই নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:৩০

পুলিশের উপর হামলা ও মারপিট এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় জেলা বিএনপি এবং যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ধানবান্ধি মহল্লা থেকে

তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতারা হলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও জেলা যুবদলের সহ-সভাপতি মেনহাজুল আবেদীন মেন্না।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে

জানান, সন্ধ্যায় ওই দুই নেতাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা

হয়েছে।

গত ৮ ডিসেম্বর সিরাজগঞ্জ সরকারি কলেজ আয়োজিত বিজয় র‌্যালি বের করা হয়।র‌্যালিটি শহরের ইবি রোড এলাকায় এলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ শুরু হয়। এতে চার পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৪০ নেতাকর্মী

আহত হন। এ ঘটনায় পুলিশের উপর হামলা ও মারপিটের অভিযোগ এনে সদর থানার

উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার বাদী হয়ে ১১৭ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :