কেরানীগঞ্জের আগুনে নিভে গেল আরও তিন জীবনপ্রদীপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মোস্তাকিম, আব্দুর রাজ্জাক ও আবু সাঈদ।

রবিবার সকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তিনজনকে নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

ইনস্টিটিউটটির প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ছয়টায় প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা সহকারী মোস্তাকিমের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ির রাজশাহী। বাবার নাম মোনতাজ।

মোস্তাকিমের মৃত্যুর কিছুক্ষণ পরে কারখানা শ্রমিক আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আব্দুর রাজ্জাকের ছোট ভাই আলমেরও মৃত্যু হয়েছিল। এরপর মারা যান আবু সাঈদ।

এখন পর্যন্ত মৃতরা হলেন- বাবলু হোসেন, সালাউদ্দিন, আব্দুল খালেক খলিফা, জিনারুল ইসলাম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, ইমরান, সুজন, আলম, রায়হান বিশ্বাস, ওমর ফারুক, ফয়সাল, মেহেদী হোসেন, মাহাবুব, আসাদ এবং সবশেষ মোস্তাকিম, রাজ্জাক ও আবু সাঈদ।

গত বুধবার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার আগুন ধরে ঘটনাস্থলে একজন মারা যান। দগ্ধ হন আরও ৩১ জন। দগ্ধদের মধ্যে ১৬ জন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দগ্ধ ১৬ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :