‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে’

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ১৪:২৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৩০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে। কাতারের রাজধানী দোহায় এক বক্তব্যে একথা বলেন তিনি।

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সমালোচনা করে লিন্ডসে গ্রাহাম বলেন, তিনি একজন ডেমোক্র্যাট সিনেটরকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতার বিকল্প তৈরির চেষ্টা করছেন যেটি হবে একটি আঞ্চলিক চুক্তি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ইরানকে কোনো মাত্রায়ই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া উচিত হবে না।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের ইরান সংক্রান্ত এ ধরনের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, সকল আন্তর্জাতিক চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে এবং তা কেড়ে নেয়ার অধিকার কারো নেই।

ঢাকা টাইমস/১৫ডিসেম্বর/একে