ভারতীয়রা ঢুকলে ফিরিয়ে দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:০২

বাংলাদেশি নাগরিক ছাড়া ভারতের কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করলে তাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

কয়েক মাস ধরেই ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব বিল পাস হয়েছে। ফলে সেখানে মুসলমানদের মধ্যে একধরনের উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে দেশছাড়া শুরু করেছে।

বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বহু মানুষ ভারত থেকে বাংলাদেশে ঢুকছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন বাংলাদেশের ক্ষতি হবে-এমন কোনো কিছু ভারত করবে না। যদি কোনো ভারতীয় নাগরিক এখানে এসে থাকে আমরা তাদের ফেরত দেব।’

গত ৯ ডিসেম্বর রাতে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি সদস্যদের হাতে আটক হয় ১২ জন।

মোমেন বলেন, ‘ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের তালিকা চাওয়া হবে। দালালদের মাধ্যমে বাংলাদেশে কিছু অনুপ্রবেশ ঘটছে। তবে নাগরিক নয়, এমন কেউ বাংলাদেশে থাকার উদ্দেশে এলে তাকে ফেরত পাঠানো হবে।’

এক প্রশের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের উত্তর-পূর্ব রাজ্যে বাংলাদেশের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।’

নাগরিকত্ব আইন নিয়ে ভারতে বিভিন্ন জায়গা উত্তাল হওয়ার পর নিরাপত্তার স্বার্থে ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার সকাল থেকে সিলেট সীমান্তের তামাবিল স্থলবন্দর দিয়ে চলাচল বন্ধ করে দেয়।

সীমান্ত বন্ধের একদিন পর সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল দিয়ে শর্তসাপেক্ষে ভারত ভ্রমণকারীদের যাতায়াত শনিবার শুরু হয়েছে।

আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানির পর মিয়ানমারের সুর নরম হয়েছে। আমাকে দেশটি সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বলেছি, বাংলাদেশে এসে রোহিঙ্গা যাছাই-বাছাই করতে।’

বাংলাদেশের সেনাপ্রধানের মিয়ানমার সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার দ্বার আরও উন্মুক্ত হয়েছে বলেন মোমেন।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :