পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় কলেজছাত্র গ্রেপ্তার

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে অর্থ আত্মসাৎ চক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে সিআইডি। দিনাজপুরের পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে সাইবার ক্রাইমের একটি দল।

রবিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘দিনাজপুরের পাহাড়পুরের একটি নিভৃত গ্রামে বসে রিফাত আহমেদ নামের একটি আইডি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। ফেসবুকে প্রতারকের আসল নাম এক হলেও আইডিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করা হতো। কখনো কখনো পুলিশের অনেক বড় বড় পদের পরিচয় দিয়ে প্রতারণা করত।’

‘দিনাজপুরের পাহাড়পুরের একটি কলেজে পড়ুয়া রিফাত তার আইডিতে পুলিশের বিশেষ কয়েকটি শাখার নাম উল্লেখ করেছিল। সহজে আয়ের পথ হিসেবে এই প্রতারণার পথ বেছে নিয়েছিল।’

বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং, মোবাইল দিয়ে সহজে আয় এমনকি একদিনের মধ্যে টাকার পরিমাণ দ্বিগুণ করে ফেরত দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতো। বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা নেওয়ার পর সে ভিক্টিমদের মোবাইল নম্বরটি ব্লাক লিস্ট করে রাখতো। ফলে কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারতো না। এখন পর্যন্ত ৩৫ জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’

রিফাতের সঙ্গে কোনো প্রতারক চক্রের যোগাযোগ আছে কি-না প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখন পর্যন্ত তার কোনো সহযোগীর সন্ধান পাইনি। এমনকি তার এই প্রতারণার বিষয়টি কারো সঙ্গে শেয়ার করতো না। দেশ বা দেশের বাইরে কারো সঙ্গে যোগাযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি জানতে আমরা আরও তদন্ত করছি। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএস/জেবি)