বুড়িগঙ্গা থেকে ২৫ টন বর্জ্য অপসারণ

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১৯:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বুড়িগঙ্গা নদী থেকে প্রায় ২৫ টন বর্জ্য অপসারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সময় নদীতীরের ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রবিবার সকাল থেকে নদীর তৈলঘাট, দক্ষিণ তীর এবং কেরানীগঞ্জের আলম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে এই বর্জ্য অপসারণ করা হয়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে এম আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নদীকে দূষণমুক্ত করতে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান আরিফ উদ্দিন। তিনি জানান, নদীকে যারা দূষণ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রোদ্রোহিতা মামলা হওয়া উচিত। বুড়িগঙ্গার এ পাশটি গার্মেন্ট ব্যবসায়ীরা যত জুট কাপড় ও নানা ধরনের ময়লা ফেলে নদীকে দূষিত করছে। বারবার পরিষ্কারের পরেও নদীতীর দূষণমুক্ত রাখা যাচ্ছে না।

চলমান অভিযানই বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে শেষবারের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম। এরপর নদীতে যারা ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও জানান আরিফ উদ্দিন।

অভিযানে নদী তীরভূমি থেকে গার্মেন্টসের ঝুটসহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে নদী তীরের ১০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আলম মার্কেট ঘাটের পাশে কেরানীগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগের অস্থায়ী কার্যালয় ভেঙে দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/কারই/জেবি)