খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদের দাফন

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কবির মুরাদের দাফন রবিবার দুপুরে তার নিজ গ্রাম মাগুরার পারনান্দুয়ালী কবরস্থানে সম্পন্ন হয়েছে। দুপুর ২টা ১৫ মিনিটে শহরের নোমানী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় মাগুরার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

কবির মুরাদ শনিবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নোমানী ময়দানের জানাজায় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ইমতিয়াজ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাসান সিরাজ সুজাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা কবির মুরাদকে অত্যন্ত বিনয়ী ও মানবিক গুণাবলীসম্পন্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত করে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এলএ)